আজকের বিষয় হলো কিভাবে আপনি আপনার ফেসবুক আইডি তে থাকা ২ ফ্যাক্টর সিকিউরিটি বাইপাস করবেন।
আমরা অনেক সময় যেই সিম দিয়ে ২ ফ্যাক্টর অন করি সেই সিম হারিয়ে ফেলি বা কোড আসে না।
আবার,
অনেক সময় ভুলে ২ ফ্যাক্টর কোড এর অ্যাপ টি ফোন থেকে রিমুভ করে দেই।
এখন প্রশ্ন হলো কোড ছাড়া আপনার আইডি তে প্রবেশ করবেন কিভাবে.?
তাহলে এখন নিচের স্টেপ গুলো ফলো করুন.......
প্রথমে আপনার আইডি একটা ব্রাউজার এ লগইন দিবেন।
এখন আপনার থেকে ২ ফ্যাক্টর এর কোড চাইবে।
এবার নিচে
Having Trouble এ ক্লিক করুন I
তারপর Don’t Have My Phone
তারপর Contact Us
এখন একটা সাবমিট ফর্ম আসবে
সেটা সম্পুর্ণ পুরণ করবেন।
- Your Full Name On Your Account
এখানে আপনার আইডির নাম দিবেন।
- Mobile Network /service Provider
এই বক্সে দিবেন আপনার ব্যবহার কৃত মোবাইলের সিম অফারেটরের নাম।
- Issue You’re encountering
এই খানে সিলেক্ট দিবেন প্রথম থেকে ৩ নাম্বার টা।
- Description Of The issue you’re encountering
এই বক্সে একটি এডিসনাল দিবেন আপনার নিজের ভাষাই দিবেন
বুঝাই লিখবেন যে আপনার কি সমস্যার কারণে আপনি আইডিটা লগিন করতে পারতেছেন না।
- Your ID
এখানে আপনার ফেসবুক আইডি এর সাথে মিল আছে এমন ডকুমেন্টস অ্যাটাচ করুন
হতে পারে সেটা.....
Nid ( National Id Card)
Smart Id Card
Passport
Driving License
Admit Card ( Hsc/B.ba etc.)
Certificate.
Birthday Certificate ( English Compulsory)
Married Certificate
ইত্যাদি। Nid, Passports, driving license বেশি কাজ করে ।ডকুমেন্টস অবশ্যই ক্লিয়ার হতে হবে। যাতে ইনফরমেশান গুলা সুস্পষ্ট দেখা যাই।
নিচে সেন্ড বাটনে ক্লিক করে সাবমিট কম্প্লিট করুন।
১২- ২৪ ঘন্টার ভিতরে যে কোন সময় রিভিও আসবে আপনার মেইল এ।
যে মেইল আপনার ফেসবুক আইডিতে অ্যাড আছে।
সেখানে আপনাকে লিংক দিবে। যে আপনার টু-ফেক্টর টি বন্ধ করতে চাইলে বন্ধ করে দিতে পারবেন, চাইলে খোলা রাখতে পারবেন।
লিংক এ প্রবেশ করে সব কিছু ঠিক করে নিবেন।
ধন্যবাদ।
B.R.S সবসময় সবার পাশে।
0 Comments