Published from Blogger Prime Android App
যাদের ফেসবুক আইডি তে অ্যাড থাকা নাম্বার টি কোনো ভাবে নষ্ট বা হারিয়ে গেছে এবং আপনি আপনার আইডি এর পাসওয়ার্ড ভুলে গেছেন এখন কি করবেন?

অনেকের এরকম সমস্যা দেখা যায়। হঠাৎ কোনো কারণে আপনার সিমটি হাতের নাগালের বাইরে চলে যায়।
এমন সময় আপনার ফেসবুক আইডি এর পাসওয়ার্ড পরিবর্তন করা দরকার।আইডি তে মেইল ও অ্যাড নাই।
তাহলে আপনি যে স্টেপ গুলো ফলো করবেন,,,,

- প্রথম এ একটা ফ্রেশ নাম্বার নিবেন।যেটা কখনো কোনো আইডি তে ইউজ করা হয় নি।
- এবার আপনার আইডি তে ডুকেন যেখানে আপনার আইডি টি লগইন আছে।
- সবার সেটিংস থেকে যেভাবে নাম্বার অ্যাড করতে হয় সেভাবে নাম্বার এর জায়গায় গিয়ে আপনার ফ্রেশ নাম্বার টি বসিয়ে দিন।

এখানে নাম্বার অ্যাড করতে আপনার কোনো প্রকার পাসওয়ার্ড চাইবে না।

- এবার নাম্বার এ ফেসবুক থেকে কোড পাঠাবে সেটি দিয়ে কনফার্ম করুন।
- কনফার্ম হলে একটা ব্রাউজার এ প্রবেশ করুন।ব্রাউজার ডাটা ক্লিয়ার করে নিবেন।
- আবার আপনার নতুন অ্যাডকৃত নাম্বারটি ব্রাউজার থেকে ফেসবুক ফরগেট পাসওয়ার্ড করুন।অপেক্ষা করুন কোড আসলে কোড টা বসান।
- এখন নতুন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে আইডি তে ডুকুন।

এবার আইডি থেকে পুরাতন নম্বরটি রিমুভ দিয়ে।সাথে একটা মেইল অ্যাড করুন।
আপনার কাজ শেষ।

আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝেছেন।

পোস্ট ক্রেডিট সম্পুর্ণ B.R.S টীম এর।
#Emam
#Arman
#Niloy
#Rasel
#Jibon